চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪টি প্রতিষ্ঠান কে ৭,৫০০ টাকা জরিমানা

নয়ন ঘোষ, চাপাইনবাবগঞ্জ  রিপোর্টার:

অদ‌্য ২৮/০৩/২৩‌খ্রি. তা‌রি‌খে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক(অ.দ.) জনাব মোঃ মাসুম আলী এর নেতৃ‌ত্বে চাঁপাইনবাবগঞ্জ জেলার নিউমা‌র্কেট বাজা‌রে এক তদার‌কিমূলক অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। উক্ত তদার‌কিমূলক অ‌ভিযা‌নে নিত‌্য প্রয়োজনীয় দ্রব‌্যর পাইকা‌রি ও খুচরা দোকান, কস‌মে‌টিকস, ফ‌লের দোকান, মা‌ছের দোকান এবং মাং‌সের দোকান ম‌নিট‌রিং করা হয়। এতে ভোক্তা-অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ০৪‌টি প্রতিষ্ঠান‌কে ৭,৫০০/- জ‌রিমানা করা হয়। উক্ত অ‌ভিযা‌নে নিত‌্যপ্রয়োজনীয় দ্রব‌্য মূল‌্য স্থি‌তিশীল ও সরবরাহ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক রাখা এবং স্বাস্থ‌্যকর প‌রিবে‌শে খাদ‌্য পণ‌্য বিক্রয়ের জন‌্য মাইকিং ক‌রে ব‌্যবসায়ী‌দের নি‌র্দেশনা প্রদান করা হয় এবং লিফ‌লেট বিতরণ করা হয়। উক্ত অ‌ভিযা‌নে উপ‌স্থিত ছি‌লেন জেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর, নিউমা‌র্কেট বাজার ক‌মি‌টির সাধারণ সম্পাদক ও বি‌ভিন্ন ব‌্যবসায়ী নেতৃবন্দ এবং স্থানীয় সাংবা‌দিকবৃন্দ। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ৮:৫৮)
  • ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১