লাইসেন্স না থাকায় হাজীগঞ্জে হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

 

হাজীগঞ্জ প্রতিনিধি

লাইসেন্স না থাকার কারণে হাজীগঞ্জ বাজারের লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ অক্টোবর মঙ্গলবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্স ও থানা পুলিশের সহযোগিতায় এদিন বিকেলে লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান। এ সময় স্বাস্থ্য বিভাগের বেসরকারি হাসপাতাল পরিচালনা লাইসেন্স দেখাতে না পারায় তিনি হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান বলেন, লাইসেন্স ছাড়াই লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, অপারেশন, বেডসহ চিকিৎসা সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, তারা হাসপাতাল ও ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনার জন্যে প্রয়োজনীয় কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, তারা লাইসেন্সের জন্যে আবেদন করেছে। তিনি আরো বলেন, লাইসেন্স দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশনা দিয়েছেন, লাইসেন্স না পাওয়া পর্যন্ত লাইফ এইড হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (দুপুর ১২:১৩)
  • ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১