চাঁদপুর ইন্টার‍্যাক্ট ক্লাবের বিশ্ব ইন্টার‍্যাক্ট সপ্তাহ -২০২৪ উপলক্ষে নারী উদ্যোক্তা উন্নয়ন সেমিনার অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার:

বিশ্ব ইন্টার‍্যাক্ট সপ্তাহ ২০২৪ উপলক্ষে ইন্টার‍্যাক্ট ক্লাব চাঁদপুর এর আয়োজনে ইন্টার‍্যাক্ট সপ্তাহ এর প্রথম দিনের কার্যক্রম “তরুণ বয়সে উদ্দোক্তা হওয়া” সেমিনার সম্পর্ণ হয়েছে।

৩০ শে অক্টোবর ২০২৪ বেলা ১২ টার দিকে পুরান বাজার মধুসূদন হাই স্কুলে এই সেমিনার টি হয়।

সেমিনার এর স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিজয়ী-নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা জনাব,তানিয়া ইশতিয়াক খান। আরো উপস্থিত ছিলেন পুরাণ বাজার মধুসূদন স্কুলের প্রধাণ শিক্ষক গনেশ চন্দ্র দাশ এবং

 

চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক  আশিক খান। আজকের কার্যক্রমের সভাপতিত্বে ছিলেন ইন্টা.সাহিরা নাছির। সভাপতি, ইন্টার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর।

 

আরো উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের সেক্রেটারি ইন্টা. আল আবরার ইসলাম আরিয়ান,জয়েন্ট সেক্রেটারি ইন্টা. তাহমিদুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি ইন্টা. নাঈম হোসাইন, ট্রেজারার ইন্টা. সাইমন ইসলাম, এডিটর ইন্টা. মুনতাসির আহমদে, ক্লাব সার্ভিস ডিরেক্টর ইন্টা. অম্লান সাহা শ্যাম, সার্জেন্ট এট আর্মস ইন্টা. শারাফাত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৬:২৫)
  • ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১