চাঁদপুরে অভয়াশ্রম পরিদর্শনে অতিরিক্ত আইজিপি

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রম সরেজমিন পরিদর্শন করেছেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান। ২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার উত্তরের ষাটনল থেকে শুরু করে দক্ষিণের আরো বেশ কিছু এলাকা পরিদর্শন করেন তিনি। পরে নৌ পুলিশের মোহনপুর ফাঁড়ি ঘুরে দেখেন অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান বলেন, মা ইলিশ নিধন প্রতিরোধে পুলিশকে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।

২২ দিনের এই নিষেধাজ্ঞার আর বাকি যে কয়েকটি দিন আছে। সেই দিনগুলোতে কঠোর অবস্থানে অভয়াশ্রমে টহল বাড়াতে হবে। যাতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলে নদীতে নামতে না পারে। এ সময় দায়িত্ব পালনে নৌ পুলিশের সদস্যদের আরো সচেষ্ট থাকার নির্দেশ দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন, নৌ পুলিশের ডিআইজি মিজানুর রহমান, অতিরিক্ত ডিআইজি আলমগীর হোসেন, নৌ পুলিশ প্রধান কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার মুক্তা ধর, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ প্রমুখ।

প্রজনন মৌসুম শুরু হওয়ায় ডিম ছাড়ার এই সময় মা ইলিশ সংরক্ষণে গত ১২ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৬:২৩)
  • ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১