খুলনা মেডিকেল কলেজে চান্স পেল ড. আব্দুর রহিমের মেয়ে নাফিসা তাবাসসুম সারা

 

আফসার উদ্দিন, স্টাফ রিপোর্টার : ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা দিয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেল নাফিসা তাবাসসুম সারা । তার পিতা ড. আব্দুর রহিম গভ.কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্সের রসায়নের সহযোগী অধ্যাপক এবং মাতা মর্জিনা খাতুন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। তাদের দুই কন্যার মধ্যে নাফিসা বড়। এখানে উল্লেখ্য, সে পাকুন্দিয়া থানার কুমারপুর গ্রামের মুক্তিযোদ্ধা আ.মোমেন ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) টেক্সটাইল বিভাগের অধ্যাপক ইঞ্জিনিয়ার ড. আব্দুস সাহিদের ভাগ্নি। সে ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং হলিক্রস কলেজ থেকে এইচ এস সি উভয় পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে পাস করে। সে বর্তমানে ঢাকার ধানমন্ডি গ্রীণ রোড এলাকায় বসবাস করে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাফিসা তাবাসসুমের খুলনা মেডিকেল কলেজে চান্স পাওয়ার খবর পাই। সে সরকারি মেডিকেলে চান্স পেয়ে খুব খুশি। সে এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে এর শুকরিয়া আদায় করে। সেই সাথে যারা তার চান্স পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন, তন্মধ্যে শিক্ষক, অভিভাবক ও আত্নীয় স্বজনসহ সকলের প্রতি সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে যেন ভবিষ্যতে ভালো ডাক্তার হয়ে জনগণের সেবা করতে পারে তার জন্য সে সবার নিকট দোয়া চেয়েছে।
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন গত রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। এবারের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৩৬৯ জন অংশ নিয়েছিলেন। এর মধ্যে পাশ করেছেন ৪৯ হাজার ৯২৩’ জন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (সকাল ৭:৪৬)
  • ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০