তুলা কারখানায় আগুনে আবারো আলোচিত সীতাকুণ্ড

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সপ্তাহ না যেতেই আবারো আকর্ষিক আগ্নিকাণ্ড আলোচিত সীতাকুণ্ড
।তুলার গুদাম কারখানায় আগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে।আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ইউনিট।তবে কি কারণে এই আগুন লাগার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আজ শনিবার (১১ মার্চ) সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছোট কুমিরা এলাকায় অবস্থিত একটি তুলার গুদামে এ আগুন লাঘার ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, খবর পাওয়া সাথেসাথে ফায়ার সার্ভিসের সকল ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এর সপ্তাহ আগে,৪মার্চ (শনিবার) বিকালে একই উপজেলায় সোনাইছড়ি ইউনিয়নের কদমরসুল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ৭ জন নিহতসহ দগ্ধ ও আহত হয়েছেন অন্তত ৩০জন। ঘটনায় অন্তত এক কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৩০০পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।পুরো এলাকায় বিশুদ্ধ পানির চরম সংকটসহ নানা প্রকার ভোগান্তিতে নিরাপত্তাহীনতা অভিযোগের আপত্তি তুলে এলাকাবাসী। যা কিনা ব্যাপক আলোচিত হয় গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সহ দেশজুড়ে।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৮:৩৮)
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০