রাউজানে বিদ্যুৎ স্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

রাউজান প্রতিনিধি: রাউজানে পৃথক তিনটি ঘটনায় তিন জনের মৃৃত্যু হয়েছে। গত ১৪ এপ্রিল শনিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মোহাম্মদ সজিব নামে এক যুবকের। সেই পশ্চিম রাউজান মাঝিপাড়া কোরবান আলী হাজীর বাড়ির মো: জাহাঙ্গীরের পুত্র। স্থানীয় সূত্রে জানা, রাতে দোকান থেকে চাকরি শেষ করে বাড়ি যাওয়ার পথে হাজী পাড়া এলাকায় দুটি সিএনজি মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। আহত অবস্থায় সজিবকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই দিন রাউজান উপজেলার ২নং ডাবুয়া ইউনিয়নের কলমপতি টিলা এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মৎস্য প্রকল্পের এক কর্মচারি মারা যায়। তার বাড়ি কক্সবাজার এলাকায় বলে জানা গেছে। সেই কলমপতির কাদের মুন্সির মালিকানাধীন একটি মৎস্য প্রকল্পে চাকরী করতেন। মৎস্য প্রকল্পের বিদ্যুৎ লাইনের তার পেছিয়ে মারা যায় এই কর্মচারি।
অপরদিকে গতকাল শনিবার সকালে রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মিনা গাজীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়, আব্দুল মোতালেব (৫৫) নামের এক ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • রবিবার (সকাল ৬:৪৯)
  • ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০