শাহরাস্তিতে বন্যার্তদের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করলো সেনাবাহিনী

 

আবুল হোসেন মজুমদার:

বন্যা পরবর্তী পূণর্বাসনে শাহরাস্তি উপজেলায় চাঁদপুর আর্মি ক্যাম্প কর্তৃক বন্যা দুর্গত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করছে বাংলাদেশ সেনাবাহিনী।
১৯ সেপ্টেম্বর উপজেলার মেহের ডিগ্রি কলেজ প্রাঙ্গণনে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ফারুক হাওলাদার,এ এফ ডব্লিউ সি,পি এস সি(কমান্ডার,৪৪ পদাতিক ব্রিগেড)। এসময় আরো উপস্থিত ছিলেন মেজর মো. মোয়াজ্জেম হোসেন, পি এস সি (ভারপ্রাপ্ত অধিনায়ক,২১ বীর), মেজর কাজী গোলাম শাহাদাত, পি এস সি ( ব্রিগেড মেজর,৪৪ পদাতিক ব্রিগেড),ক্যাপ্টেন মো. রিফাত আল আসমাউল (ক্যাম্প কমান্ডার,শাহরাস্তি আর্মি ক্যাম্প)।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইয়াসির আরাফাত, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মইনুল ইসলাম কাজল,মেহের ডিগ্রি কলেজের অধক্ষ্য মিজানুর রহমান প্রমুখ।
এসময় উপজেলায় সূচিপাড়া উত্তর ও চিতোষি পশ্চিম ইউনিয়নের ৮ টি ক্ষতিগ্রস্থ পরিবারকে দুই বান্ডেল ঢেউটিন ও নগদ ৪ হাজার টাকা করে প্রদান করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, শাহরাস্তি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতির কারণে এই এলাকায় জানমালের বেশ ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়। গত২৪ আগষ্ট থেকে চাঁদপুর আর্মি ক্যাম্প হতে শাহরাস্তি উপজেলায় বিপুল পরিমাণে ত্রাণ বিতরন অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর উদ্যোগে গৃহ নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অন্যান্য উপজেলাতেও কার্যকর থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:১৭)
  • ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ (শরৎকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০