অগ্নিকন্যা’ মতিয়া চৌধুরী আর নেই

অনলাইন রিপোর্ট।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে আজ বুধবার দুপুরে তিনি মারা গেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
৮২ বছর বয়সী মতিয়া চৌধুরী বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই আজ তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে তাঁর পরিবারের একটি সূত্র।
বাংলাদেশের রাজনীতিতে ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মতিয়া চৌধুরীর জন্ম পিরোজপুরে ১৯৪২ সালের ৩০ জুন। তিনি সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
মতিয়া চৌধুরীর রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী রাজনীতি দিয়ে। ১৯৬০–এর দশকে পাকিস্তানের সামরিক স্বৈরশাসক আইয়ুব খানের বিরুদ্ধে ছাত্র-জনতার যে আন্দোলন-সংগ্রাম শুরু হয়, তাতে মতিয়া চৌধুরী সক্রিয়ভাবে অংশ নেন। আইয়ুব খানের আমলে চারবার কারাবরণ করেন। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন।

স্বাধীনতার পর মতিয়া চৌধুরী আওয়ামী লীগে যোগ দেন। এরপর তিনি দলটির হয়ে বিভিন্ন আন্দোলনে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি সামরিক বিভিন্ন সরকারের সময় কারাবরণ করেন।

১৯৯৬ ও ২০০৯ এবং ২০১৪ সালে আওয়ামী লীগ শাসনামলে কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি জাতীয় সংসদের সংসদ উপনেতা হিসেবে দায়িত্ব নেন।
তিনির মৃত্যুতে জাতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হিরু,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান,সাংগঠনিক সম্পাদক এডভোকেট হুমাইয়ুন কবীর আকন,সহ সভাপতি শহিদুল ইসলাম,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা কাজী গোলাম মর্তুজা,সাবেক দপ্তর সম্পাদক বীর মুক্তিযুদ্ধা আমিনুল হক ভুঁইয়া,ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আকলিছ আহমদ চৌধুরী, প্রচার প্রকাশনা সম্পাদক,রানা আহমদ, প্রবীণ নেতা জামাল উদ্দিন খান।
,সিলেট জেলা কমিটির সহ সভাপতি প্রফেসর আব্দুল মুহিত,সেলিম আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল,দপ্তর সম্পাদক কিরণ দেব নাথ,সিলেট মহানগর কমিটির সভাপতি সাবের সফকত জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুররহমান শফিক,সাংগঠনিক ফারুক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক এম এ রহিম তালুকদার, এক শোকবার্তায় প্রবীণ বর্ষীয়ান রাজনীতিবিদ মতিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করুন,আমিন।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১০:২৩)
  • ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১