মেঘনা নদীতে ইলিশ ধরার দায়ে ৬ জেলে আটক

 

বিশেষ প্রতিনিধি:

চাঁদপুরের মেঘনা নদীতে মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করার দায়ে ৬ জেলেকে আটক করেছে নৌ পুলিশ।

গত ২৪ ঘন্টায় মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর মৎস্য দপ্তরের যৌথ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে।

১৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. কামরুজ্জামান।

আটক জেলেরা হলেন- মতলব উত্তর উপজেলার মোহাম্মদপুর গ্রামের মোঃ মামুন (১৯), মো. মহিন (২০), জহিরাবাদের আরিফ হোসেন (২৬) ও রাসেল পাটোয়ারী (২৫) গাজীকান্দী গ্রামের স্বপন মিয়া (৪০) ও মো. শাহিন (৩৬)।

মোহনপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কামরুজ্জামান বলেন, আটক জেলেদের মধ্যে দুই জেলের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অপর ৪ জনের প্রত্যেককে ভ্রম্যমাণ আদালতে ৭ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মা ইলিশের প্রজনন রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সকাল ১০:৩৩)
  • ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১