তপু মাঝি, চট্টগ্রাম থেকেঃ
নেতার গলি মকবুল সোসাইটি,বক্কর সাহেবের বাসা, স্টিলমিল,পতেঙ্গা,চট্টগ্রাম থেকে মোঃ রিয়াজ (১২ বছর) একটি ছেলে গত ১৪ মে ২০২২ শনিবার সকাল ৭ ঘটিকায় নিজ বাসা থেকে হারিয়ে যায়। এ বিষয় মোঃ রিয়াজ এর বাবা আব্দুর রসিদ জানান, পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং পতেঙ্গার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে। আরো বলেন তার ছেলে মোঃ রিয়াজ সৈয়দ ফজলুল করিম (রাহঃ) কেরাতুল কোরাআন মাদ্রাসা পতেঙ্গা, তৃতীয় শ্রেণির ছাত্র। স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ সবুজ গ্রাম,কালা বসু মাঝি বাড়ি, পোস্টঃ আলেকজান্ডার, থানাঃ রামগতি, জেলাঃ লক্ষ্মীপুর। নিখোঁজ ছেলেটার বর্ণনাঃ মোঃ রিয়াজ ১২, পিতাঃ আব্দর রসিদ, গায়ের রং ফর্সা,মুখমন্ডল গোলাকার, লম্বা – সোয়া তিন ফুট, গায়ে লাল সবুজ একটি টি-শার্ট এবং পরনে সাদা একটি পায়জামা, যদি কোন ব্যক্তি সন্ধান পেয়ে থাকেন 01870601503
01871765948
01759162411 উক্ত ফোন নম্বরে যোগাযোগের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেছেন। কেউ যদি সন্ধান পেয়ে থাকেন তাহাকে যথাযথ সম্মান পুরস্কার দেওয়া হবে।