শ্যামল সরকারঃচাঁদপুরের মানুষের সাথে আমার সম্পর্ক আছে, যতদিন বেঁচে থাকবো তা অটুট থাকবে- বলে মন্তব্য করেছেন চাঁদপুরের বিদায়ী জেলাপ্রশাসক অঞ্জনা খান মজলিস জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অঞ্জনা খান মজলিশকে বদলিজনিত বিদায় সংবর্ধনা সভায় তিনি এমন মন্তব্য করেন, শুক্রবার (২৭ মে) বিকাল সাড়ে ৪টায় স্টেডিয়ামের ভিআইপি প্যাভেলিয়নে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্লাব পর্যায়ে নেতৃবৃন্দের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।অনুষ্ঠানের আলোচনা পর্বে বিদায়ী জেলা প্রশাসক ধন্যবাদ জানিয়ে অনুভূতি ব্যক্ত করে বলেন, বদলি আমাদের চাকরির একটি অংশ। তবু একটু খারাপ লাগে বদলিটা। তবে ভালো স্মৃতি নিয়ে যাচ্ছি চাঁদপুর জেলা থেকে। আমি যেসব জায়গায় কাজ করেছি সকলের সাথে সুসম্পর্ক নিয়ে। চাঁদপুর থেকে চলে যাওয়া মানে সম্পর্ক ছিন্ন নয়। আপনাদের সাথে সম্পর্ক আছে এবং থাকবে। মানুষের আচরণটাই স্থায়ী থাকে।জেলা প্রশাসক বলেন, এমন সময় যোগদান করেছি যখন দুর্যোগ চলছে। করোনাকালীন সময়ে আমি চাঁদপুরে যোগদান করেছি। সেসময় সবকিছুর কার্যক্রমই বন্ধ ছিলো। অনেকের সাথে খেলোয়াড়রাও খারাপ অবস্থায় ছিলো। সেসময় আমি সরকারি সহায়তা নিয়ে খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। নিয়মের মধ্যে যতটুকু সম্ভব আমি পাশে দাঁড়িয়েছি।আমি আসার পর জানতে পারলাম যে দীর্ঘদিন যাবত এখানে এ সংস্থার নির্বাচন হয় না। নির্বাচনের মাধ্যমে আসলে তখন আর কোন কথা থাকে এবং স্বচ্ছতা থাকে। তখন এ নির্বাচনটা দেয়া। সঠিক পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যেতে পারবেন। প্রথম আমাদের যে জিনিসটা দরকার তা হচ্ছে সঠিক পরিকল্পনা। এ নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সঠিকভাবে কাজ করবেন আশাকরি। সঠিক পরিকল্পনা করলে আয়ের উৎসের অভাব হবে না৷ তখন খেলোয়াড়সহ সকলেই ভালো থাকবেন।সংবর্ধান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে অনুভূতি ব্যক্ত করেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে অধ্যাপিকা মাসুদা নুর খান, ক্রীকেট কোচিং সেন্টারের সদস্য আবুল কালাম ভূইয়া, নির্বাহী সদস্য অ্যাড. সেলিম আকবর, নির্বাহী সদস্য আবু পাটওয়ারী, নির্বাহী সদস্য ফেরদাউস মোর্শেদ জুয়েল প্রমূখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নবনির্বাচিত জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. সাহেদ।অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদেরআপ্যায়ন করা হয়।
প্রচ্ছদ » জাতীয়,লীড নিউজ,সারাদেশ » চাঁদপুরের মানুষের সাথে আমার সম্পর্ক আছে, যতদিন বেঁচে থাকবো তা অটুট থাকবে- অঞ্জনা খান মজলিস
আপডেট টাইম : শুক্রবার, মে ২৭, ২০২২, ১৯৪ বার পঠিত
দয়া করে নিউজটি শেয়ার করুন
এই ক্যাটাগরীর আরো খবর
আজকের দিন-তারিখ
- বৃহস্পতিবার (রাত ২:৩১)
- ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
- ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
- ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)