মোশারফ হোসেন ফারুক মৃধা ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের ৫টি মামলায় ওয়ারেন্টভুক্ত রতন (৩২) নামের এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। দীর্ঘদিন পালিয়ে থাকার পর ৭ জুন দিবাগত রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে উপপরিদর্শক(এসআই)মো. নুরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয়ফোর্স সহ উপজেলার ১১ নং চর দুঃখীয়া ইউনিয়নের সন্তোষপুর গ্রামে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের সেকান্দর গাজী প্রকাশ সেকা রাঢ়ীর ছেলে।
গ্রেফতারকৃত রতন ১২ টি মামলায় অভিযুক্ত, তার মধ্যে ৫টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। সে মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, রতনের বিরুদ্ধে ৫টি মাদক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।