স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির সুস্থতা কামনায় ঝিকরগাছার হাজিরবাগে দোয়া

 

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সুস্থতা কামনায় যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের আয়োজন দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুন) রাত সাড়ে ৯টার সময় সোনাকুড়স্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, সাবেক ছাত্রলীগ নেতা, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কৃষিবিদ আব্দুস সালাম। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাকালে জীবনবাজি রেখে সবসময় অসহায় মানুষের পাশে ছিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশব্যাপী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাইকিং, কর্মহীনদেন খাদ্য ও অর্থ সহায়তা, টেলিহেলথ কল সেন্টারের মাধ্যমে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ ডাক্তারের ফ্রি পরামর্শ সেবা, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা রোগী বহন, করোনায় মৃত লাশের গোসল, জানাজা, দাফন ও সৎকার, দরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে দেওয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ। আরো বলেন, ঈদে হতদরিদ্র অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। রোজায় ইফতার ও মধ্য রাতে সেহরি নিয়ে মানুষের দ্বারে দ্বারে ছুটে গেছেন নির্মল রঞ্জন গুহ।
অনুষ্ঠানে ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে ও হাজিরবাগ ইউনিয়ন ছাত্রলীগ নেতা তাজউদ্দিন’র সঞ্চালনায় দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায়
উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক আজাহারুল ইসলাম লাবু, স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর শরীফ সাকী, জাহিদুল ইসলাম, সাজ্জাতুল জামান রনি, মিন্টু মিয়া, মিজানুর রহমান, হাজিরবাগ ইউনিয়ন আওয়ামী নেতা নুরুল আমিন মধু, যুবলীগ সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক সিদ্দিক সানা, নাভারণ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক শিকদার রবি, গদখালীর মুন্সী আবুল হোসেন, আরিফ হাসান, আবু কালাম, শংকরপুরের হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন, আলাউদ্দিন আলা, আয়নাল, বিজয় কুন্ডু, নয়ন, জাহিদুল, রকি প্রমুখ। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সোনাকুড় গাজীপাড়া মসজিদের ইমাম আনারুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ২:৩১)
  • ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১