সিংড়ায় শিক্ষাবৃত্তি, বাই-সাইকেল ও ডিও বিতরণ

 

সিংড়া (নাটোর) সংবাদদাতাঃ
নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি’র স্বেচ্ছাধীন তহবিল হতে চেক, টিআর এর ডিও ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ১২টায় চলনবিল সভাকক্ষে এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চূয়ালি বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. শেখ মো. ওহিদুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামরুল হাসান কামরান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, আ’লীগ নেতা মাওলানা রুহুল আমিন প্রমুখ।

উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, ৬০ জন প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে ২৪০০ করে টাকার চেক, ৬০ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৬০০০ করে টাকার চেক, ১৫ জন উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৯৬০০ করে টাকার চেক, ৬৮ ব্যক্তিকে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার ডিও এবং ১২ প্রতিষ্ঠানে মোট ৩ লক্ষ ৫০ হাজার টাকার ডিও বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ২:৩১)
  • ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল)
পুরানো সংবাদ
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১